কায়কোবাদ ফাউন্ডেশন

কায়কোবাদ ফাউন্ডেশনের উদ্যোগঃ​

১। একটি ওয়েবসাইট পরিচালনা করা

২। ত্রৈমাসিক সেমিনার আয়োজন করা

৩। মেধাবী ও দরিদ্র ছাত্র/ছাত্রীদের বৃত্তি প্রদান

৪ । শহর পরিচ্ছন্ন রাখতে (ক্লিন এন্ড গ্রীন শহর নামের প্রজেক্ট) ডাস্টবিন স্থাপন

৫। অসহায় মানুষদের জন্য মাসিক/ত্রৈমাসিক ফ্রি হেলথ ক্যাম্পের মাধ্যমে ফ্রি চিকিৎসাসেবা প্রদান

৬। বইমেলার আয়োজন

৭ । গুণীজন সম্মাননা প্রদান

এই উদ্যোগ বাস্তবায়ন করতে ফাণ্ডের ব্যবস্থা করা:

১। ওয়েবসাইটে বিজ্ঞাপন ব্যবস্থা করা

২। আজীবন কিছু সংখ্যক দাতা সদস্য সংগ্রহ করা

৩। স্পন্সর ব্যবস্থা করা

৪। এই ওয়েবসাইটের উদ্যোগে লেখার কলম/বল পেন বাজারজাত করা (কঅওকঙইঅউ ইঅখখ চঊঘ), লেখার খাতা মার্কেটিং করা

৫। কায়কোবাদের লেখা বইগুলো রিপ্রিন্ট করে মার্কেটিং করা

৬। কিছু কিছু খাদ্য পণ্য বাজারজাত করা

৭। সাধারণ সদস্য সংগ্রহ করা সহ আরো অনেক অনেক উদ্যোগ নেয়া যেতে পারে ।